গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গত ৭ জুলাই রাত অনুমান পৌনে ৪টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মুরাদপুর গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে মাইক্রোবাস ও ট্রাক দূর্ঘটনায় কবলিত হয়। ওই সময় হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসের পেছনের সিটের নিচ হইতে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, উক্ত মামলা তদন্তকালে দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসের মালিক এর তথ্য মতে মাইক্রোবাস চালক কফিল শেখকে সিরাজগঞ্জ জেলা থেকে আটক করা হয়। চালক কফিল শেখের তথ্য অনুযায়ী গত ১২ জুলাই সিরাজগঞ্জের সলঙ্গা থানা থেকে আসামী রানা আকন্দ (৩২) ও পাবনার সাথিয়া থানা থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। উক্ত দূর্ঘটনা ও মাদক উদ্ধারের জন্য শিবগঞ্জ থানায় এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।