
এবার গাইবান্ধার মাংসের দোকানগুলোতে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ৯ জুলাই বৃহস্পতিবার পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে সদর উপজেলার বাদিয়াখালীতে বিভিন্ন মাংসের দোকানে অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, কয়েক দিনের ফ্রিজে রাখা পচা-বাসী দুর্গন্ধযুক্ত মাংস কেমিক্যালের রং মিশিয়ে টাটকা বলে বিক্রি করছিল সদর উপজেলার বাদিখালীর ভুট্রু মাংস ঘর। জেলা প্রশাসক মো. আবদুল মতিনের নির্দেশে বৃহস্পতিবার অভিযান চালিয়ে এর প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এ সময় পচা-বাসী দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির দায়ে বাদিখালীর ভুট্রু মাংস ঘরকে ৩ হাজার টাকা, মুল্য তালিকা প্রদর্শন না করায় পাশ্ববর্তী আনিছুর মাংস ঘরকে ১ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ঔষধ গুদামজাত ও সংরক্ষন করার অভিযোগে ত্রিমোহনী বাজারে পল্লী প্রগতি ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারি পরিচালক আব্দুস সালাম তালুকদার। অভিযানে জেলা বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেনসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।