
গাইবান্ধায় কিশোরী গৃহপরিচারিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষকসহ জেলায় সংঘটিত নারী শিশু নির্যাতনকারীদের গ্রেফতার দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। ৮ জুলাই বুধবার বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি সুভাসিনী দেবী, সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা আহবায়ক ইসরাত জাহান লিপি, লিজা উল¬া প্রমুখ।
স্মারকলিপি প্রদানের আগে এক সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন, সারাদেশের মতো গাইবান্ধা জেলাতেও কয়েকটি নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। এসব ঘটনায় নেতৃবৃন্দ উদ্বেগ করেন এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ধর্ষক, নারী-শিশু নির্যাতনকারীদের গ্রেফতার দাবী জানান।