
গাইবান্ধার সাঘাটা উপজেলার বলিয়ারবেড়- কামালেরপাড়া ফলিয়া পাকা রাস্তায় ৬ জুলাই সোমবার ৯৬ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।
এ সময় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ইউএনও মহিউদ্দিন জাহাঙ্গীর, নির্বাহী প্রকৌশলী আহসান কবির, প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রীজটি রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। এছাড়াও ওই দিন বন্যা ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পূণর্বাসন প্রকল্পের আওতায় হেলেঞ্চা-বাটি রাস্তার ২০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষি প্রশিক্ষণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও শিমুলবাড়িয়া মাদ্রাসার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।