গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভাস্থ বাধন পাম্পের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহন আটক পূর্বক তল্লাশি করে আসামি আলমগীর (১৯) পিতা-রফিকুল ইসলাম, সাং-সুনাইচ (উৎথরাইল) থানা ও জেলা দিনাজপুর এর সাথে থাকা ব্যাগে ৪০ বোতল ও একই বাসে থাকা অপর আসামি মনোয়ার সৈয়দ (৩৮) পিতা-মৃত মন্জুর সৈয়দ বাসা নং ২১/৩, জয়নাগ রোড, লালবাগ, ডিএমপি এর কাছে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আসামি আলমগীর ও মনোয়ার দ্বয়কে আটক করে। এদিকে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহন বাসটি পৌরসভাস্থ চক গোবিন্দ হাইওয়ে হোটেল মেগাস্টারের সামনে আটক পূর্বক তল্লাশি চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী আসামি রবিউল (৩২) পিতা-মৃত রমজান আলী, সাং-বাজিতপুর ভাদুরিয়া, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর সাথে থাকা ব্যাগে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আসামি রবিউলকে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ১ লাখ টাকা। আসামি রবিউলের বিরুদ্ধে আরও ৪টি মাদক মামলা বগুড়া ও দিনাজপুর আদালতে বিচারাধীন আছে। আসামিদের বিরুদ্ধে থানায় দুটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী
হাসান মাদকদ্রব্য ও আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।