খুলনা মহানগরীতে ইকবাল সরোয়ার নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে গুলিতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরের আঞ্জুমান রোডের একটি মসিজেদের অদূরে এ ঘটনা।
নিহত ইকবাল ইসলামী আন্দোলন বাংলাদেশের নগরীর দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ঘটে বলে জানা গেছে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা দক্ষিণ জেলার সহ-সভাপতি ইসহাক ফরিদী নিহত ইকবালের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
তবে দৌলতপুর থানার ওসি এস এম আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ইকবাল সরোয়ার নিহত সন্ত্রাসী খোকন ওরফে টাইগার খোকনের সহযোগী ছিলেন। টাইগার খোকনের দক্ষিণ হস্ত হিসেবে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে গুলি করতে পারদর্শী ছিলেন তিনি।
ইকবাল দৌলতপুরের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতেন। সম্প্রতি তাকে পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজি না করতে হুঁশিয়ার করা হয়।
২০১৫ সালের ২৯ মে শহিদ ওরফে হাজি শহিদকে গুলি করে হত্যার ঘটনায় ইকবাল সন্দেহভাজন হিসেবে ছিলেন বলে ওসি জানান।
নগর পুলিশের দৌলতপুর জোনের সহকারী কমিশনার সোনালী সেন সাংবাদিকদের বলেন, তিনজন যুবক হেঁটে গিয়ে খুব কাছ থেকে ইকবালকে গুলি করে হত্যা করে। তার বুকে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। গুলির ধরণ দেখে মনে হচ্ছে কাটা রাইফেলের। ঘটনাস্থল থেকে রাইফেলের বাট উদ্ধার করা হয়েছে।সূত্র- আরটিএনএন