
গাইবান্ধা পৌর শহরের খন্দকার মোড়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৪ বস্তা চাল জব্দ করা সহ একটি ট্রাক আটক করেছে ডিবি পুলিশ। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। ১ জুলাই বুধবার ভোরে এই চাল জব্দ করা হয়। গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ ব্যাপারে গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচির এই বিপুল পরিমাণ চাল পাচারের মূলহোতা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া গ্রামের ডিলার মো. আজিজ। বেশ কিছু দিন ধরে পর্যবেক্ষণে রাখার পর নিশ্চিত হয়েই আমরা অভিযানটি পরিচালনা করি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।