1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে জামায়াতের মতবিনিময় সভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৩ নির্বাচনী আসনে বিএনপি’র প্রার্থী মনোনয়ন পেতে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অ্যাড. নিয়ন ৫ দফা দাবীতে গাইবান্ধায় জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল মওলানা ভাসানী সেতু পরিদর্শনে পরিকল্পনা সচিব মোস্তাফিজুর রহমান পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল পলাশবাড়ীতে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জে জাতীয় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ পলাশবাড়ীতে সার ডিলার মা এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা যাত্রা শুরু করলো পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাব, আংশিক কমিটি ঘোষণা গাইবান্ধায় দুর্গোৎসবের প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করতে আমেরিকান সরকার সুপ্রিম কোর্টে গেছে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ১৩ বার পড়া হয়েছে

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলো থেকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য হোয়াইট হাউস আমেরিকার সুপ্রিম কোর্টে নয়জন বিচারকের একটি বেঞ্চে তাদের আবেদন পেশ করেছে।

নিম্ন আদালত এই নিষেধাজ্ঞা বলবৎ আটকে দিয়েছিল এটি বৈষম্যমূলক এই যুক্তিতে।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আমেরিকার সরকার এখন জরুরি ভিত্তিতে দুটি আবেদন পেশ করেছে।

বিতর্কিত এই নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ ও বিতর্ক হয়।

”আমরা সুপ্রিম কোর্টকে এই গুরুত্বপূর্ণ মামলাটি শোনার আবেদন জানিয়েছি এবং সন্ত্রাসবাদের হুমকি থেকে দেশকে নিরাপদ রাখতে এবং জনগণকে সুরক্ষা দিতে প্রেসিডেন্ট ট্রাম্প যে তার আইনি অধিকারের মধ্যে থেকেই কাজ করছেন সে ব্যাপারে আমাদের আস্থা আছে,” বলেছেন বিচার বিভাগের মুখপাত্র সারা ইসগার ফ্লোরেস।

“যেসব দেশ সন্ত্রাসবাদ লালন করে বা সন্ত্রাসীদের আশ্রয় দেয়, সেসব দেশ থেকে প্রেসিডেন্ট কাউকে ঢুকতে দিতে বাধ্য নন, যতক্ষণ না সেই ব্যক্তির পরিচয় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে এবং আমেরিকার জন্য সে নিরাপত্তা হুমকি নয় সেটা নিশ্চিত হচ্ছে।”

ট্রাম্প প্রশাসন এই ভ্রমণ নিষেধাজ্ঞা অবিলম্বে পুনর্বহাল করার জন্য আদালতকে জরুরি ভিত্তিতে অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছে।

আদালত এখন সিদ্ধান্ত নেবে প্রশাসনের পূর্ণাঙ্গ আবেদন শুনবে কিনা। তারা যদি সেই সিদ্ধান্ত নেয় তাহলে তা হবে অক্টোবরে।

এই নিষেধাজ্ঞার বিরোধীরা তাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নিয়েছে।

আমেরিকান সিভিল লির্বাটিস ইউনিয়ন টুইট করেছে : ”আমরা একবার এই বিদ্বেষপূর্ণ নিষেধাজ্ঞা রদ করেছি, আবার তা করার জন্য আমরা প্রস্তুত।”

ন্যাশানাল ইমিগ্রেশন ল সেন্টারের আইন বিষয়ক পরিচালক ক্যারেন টামলিন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন: ”বারবার আমাদের দেশের আদালতগুলো বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিমদের ওপর এই নিষেধাজ্ঞা অসাংবিধানিক। কেন্দ্রীয় সরকারের এই বৈষম্যমূলক আচরণ থেকে ভয়মুক্ত স্বাধীন জীবনযাপনের অধিকারের জন্য আমরা আমাদের লড়াই অব্যাহত রাখব।”

মিঃ ট্রাম্প জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই এই নির্বাহী আদেশে সই করেন।

এই আদেশে বলা হয় সোমালিয়া, ইরান, ইরাক, সিরিয়া, সুদান, লিবিয়া এবং ইয়েমেনের নাগরিকদের ৯০ দিনের জন্য আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং সবরকম শরণার্থী কর্মসূচি ১২০ দিনের জন্য বন্ধ রাখা হয়।

এই নিষেধাজ্ঞার বাস্তবায়ন বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমেরিকার বেশ কিছু শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়।

এরপর ওয়াশিংটন স্টেট এবং মিনেসোটা থেকে প্রাথমিকভাবে আনা আইনি চ্যালেঞ্জের পর এর বাস্তবায়ন বন্ধ করা হয়।

মিঃ ট্রাম্প এরপর মার্চ মাসে আইনি ইস্যুগুলো আমলে নিয়ে পরিবর্তিত আদেশে সই করেন এবং তাতে ইরাককে তালিকা থেকে বাদ দেওয়া হয়।

কিন্তু ১৬ই মার্চ এই আদেশ কার্যকর হওয়া বাধাগ্রস্ত হয় যখন মেরিল্যান্ডের একটি স্থানীয় আদালত রায় দেয় এই নির্দেশ সাংবিধানিক অধিকারের লংঘন।

হাওয়াই-এর আদালতও এটি বৈষম্যমূলক বলে রায় দেয় এবং বলে জাতীয় নিরাপত্তার যে যুক্তি সরকার দেখাচ্ছে ”তা প্রশ্নসাপেক্ষ”।

গত মাসে ভার্জিনিয়ার কেন্দ্রীয় আপিল আদালত এই নির্দেশ জারি করার বিপক্ষে মত দিয়ে বলে সরকারের জাতীয় নিরাপত্তার স্বপক্ষে দেওয়া যুক্তি ”পরোক্ষ যুক্তি – প্রাথমিকভাবে এটি দেশটিতে মুসলিমদের ঢোকা বন্ধ করার লক্ষ্যে এবং ধর্মীয় বিবেচনায় নেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হলে সুপ্রিম কোর্টের এই নয় সদস্য বেঞ্চের পাঁচজন বিচারককে এটি সমর্থন করতে হবে।

মিঃ ট্রাম্পের এই ভ্রমণ নিষেধাজ্ঞা মুসলমানদের বৈষম্য করার কারণে নেওয়া হচ্ছে কিনা বিচারকদের সে বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft