
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপ সহকারি কৃষি কর্মকর্তা পদে নিয়োগ বঞ্চিতদের অংশ গ্রহনে ২৪ জুন বুধবার সকাল ১১টায় গাইবান্ধা পৌর শহরে আসাদুজ্জামান মাার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিয়োগ বঞ্চিত প্রার্থী আশরাফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিয়োগ বঞ্চিত প্রার্থী আবু রায়হান, আনোয়ার হোসেন, রাসেল, মোঃ রায়হান, রেজোয়ানুল, পাভেল প্রমুখ।
মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও খোলা চিঠি প্রেরণ করা হয়। স্মারকলিপি ও খোলা চিঠি জেলা প্রশাসকের হাতে তুলে দেন নিয়োগ বঞ্চিত প্রার্থী সাংবাদিক আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন ও আবু রায়হান। এ মানববন্ধনে বক্তারা, নিয়োগ বঞ্চিত ৩৪৬৪ জনের প্যানেলের মাধ্যমে নিয়োগ দাবী করেন।