
জাতীয় সংসদের হুইপ এবং গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনির নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগ পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ২২ জুন সোমবার হুইপের পক্ষে গাইবান্ধা সদর থানায় জিডি করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি’র ব্যক্তিগত কর্মকর্তা আহমেদুর রহমান মন্ডল শরীফ।
জিডিতে উল্লেখ করা হয়, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপির নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেইসবুক আইডি খুলে মিথ্যা প্রচারণা এবং নানা রকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
জিডিকারী আহমেদুর রহমান মন্ডল শরীফ বলেন, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি’র নাম ব্যবহার করে ফেসবুকে যারা অপপ্রচার চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য গিনি’র সামাজিক ও রাজনৈতিক মর্যাদা অক্ষুন্ন রাখতে দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা দরকার।’
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, থানায় একটি জিডি হয়েছে। এখন আমরা আইনগত ব্যবস্থা নেবো।