
গাইবান্ধায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০ জুন দুপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণায় গাইবান্ধা জেলার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জেলা প্রশাসন গাইবান্ধা কর্তৃক প্রকাশিত” মুক্তিযুদ্ধের স্মৃতিকথা” শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। এতে বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গির কবির মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, জেলা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।