
পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) এবং এন-৯৫ মাস্ক ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, সংস্থাটির পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলির নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর সদস্যরা হলেন- উপপরিচালক মো. নুরুল হুদা, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান নন্দন ও আতাউর রহমান।
স্বাস্থ্য খাতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে এ কমিটি কমিশনকে একটি প্রতিবেদন জমা দেবে।
এ বিষয়ে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মাস্ক বা পিপিই’ র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণগুলো চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার সাথে সম্পর্কিত। তাই কমিশন সত্য ঘটনা প্রকাশ করে অপরাধীদের বিচারের আওতায় আনার আইনী দায়িত্ব পালন করবে। এ দুর্নীতির সাথে যারা জড়িত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
এর আগে গত ২৪ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়েকটি সরকারি হাসপাতালে এন-৯৫ মাস্কের নামে নিম্নমানের পণ্য সরবরাহ করার অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্ক সরবরাহকারী সিএমএসডি’কে কারণ দর্শাতে বলা হয়েছে এবং অভিযোগ ও সরবরাহকারীর প্রতিক্রিয়া পর্যালোচনা করার পরে মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
এর আগে মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিম্নমানের মাস্ক পাওয়ার অভিযোগ করেন।