
গাইবান্ধার ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ৫ জুয়ারীর প্রত্যেককে ১০ দিনের কারাদন্ড প্রদান করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলীর নির্দেশে এসআই সাইদুর রহমান সরকারের নেতৃত্বে ১৭ জুন বুধবার ভোর রাতে পুলিশের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের আনছারের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে জুয়া খেলা অবস্থায় আটক করে।
১৭ জুন বুধবার বিকেলে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদ- প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের নবী শেখের পুত্র আজম শেখ (৩০) ও দুদু মন্ডলের ছেলে জানিক মন্ডল (৩২), মধ্য খাটিয়ামারী গ্রামের মজিবর রহমানের পুত্র রফিকুল ইসলাম (৩০) ও সোলায়মান হোসেনের পুত্র ওমর আলী (৩৪) এবং গজারিয়া গ্রামের মধ্য গলনা গ্রামের মৃত. সামছুল হকের পুত্র শহিদুল ইসলাম (৪৮)।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হবে।