
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট এক হাজার ৩০৫ জনের মৃত্যু হল।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪০০৮ জন নতুন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বুধবার বিকালে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য দেয়া হয়েছে।
এতে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ৫৯টি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহ হয়েছে ১৮, ৯২২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৭,৫২৭টি।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯২৫ জন। মোট সুস্থ হয়েছে ৩৮ হাজার ১৮৯ জন।
আর যারা মারা গেছেন তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী।