করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কয়েকটি এলাকা রবিবার (১৪ জুন) রেড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল থেকে আগামী ১৪ দিনের জন্য এ আদেশ বলবাৎ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে, গোবিন্দগঞ্জ পৌরসভার পুরো ৬ নম্বর ওয়ার্ড এবং ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের আংশিক। এছাড়াও উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদিশপুর ও সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর (তরফকামাল) গ্রামের বেশ কয়েকটি বাড়ী।
স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন সাপেক্ষে রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মজিদুল ইসলাম এ ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে। সোমবার থেকে আগামী ১৪ দিনের জন্য এ আদেশ বলবাৎ থাকবে। এই ১৪ দিনের পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো জানান, রেড জোন ঘোষিত এলাকার কোন ব্যক্তি ঘর থেকে বের হতে পারবেন না। ওই এলাকার কেউ বাইরে কিংবা বাইরের এলাকার কেউ ওই এলাকায় আসা যাওয়া করতে পারবে না। তবে রেড জোনের আওতামুক্ত থাকবে সাংবাদিকসহ জরুরী সেবায় নিয়োজিত ব্যক্তি, সরকারি ও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, কাঁচাবাজার, শাকসবজি, মাছ-মাংস, মুদি ও ঔষধের দোকান।