
গাইবান্ধায় ১২ জুন শুক্রবার পর্যন্ত গাইবান্ধা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৪৭ জন। আজ নতুন করে সংগ্রহকৃত ৮১ টি নমুনাসহ এ পর্যন্ত জেলার ১৮ শত ৩৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে এরমধ্যে ১৪ শত ১১ টির নমুনার পরীক্ষার পর এ ফলাফল পাওয়া যায়। এরমধ্যে ৫ জন মারা গেছে। ১১৮ জন আইসোলেসনে রয়েছে। এছাড়া আজ নতুন করে ২ জন সহ করোনায় আক্রান্ত ২৪ জন রোগী এ পর্যন্ত সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা স্বাভাবিক জীবন যাপন করছেন।
সিভিল সার্জন প্রদত্ত তথ্যে আরও জানা গেছে, করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পেয়েছেন ৪৭ জন। জেলায় গত ২৪ ঘন্টায় ৫৯০ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে আরো জানা যায়, করোনা ভাইরাস কোভিড ১৯ এর এই সময় কালে জেলার ৭ টি উপজেলার ও ৪ টি পৌরসভায় ২ লাখ ১ হাজার ১ শত পরিবার কে ও ১৬ হাজার শিশুকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।