সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসকে পদচ্যুত করা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে আনাদলু।
এ পদে বসানো হয়েছে সিরিয়ার পানি সম্পদ মন্ত্রী হুসেন আরনসকে। কোভিড নাইন্টিন চলাকালীন সিরিয়ার অর্থনীতি হোচট খায়। এ দায় নিয়েই পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন ইমাদ খামিস। দেশটিতে হঠাত করেই ডলারের বিপরীতে মুদ্রা লিরার মূল্য কমতে শুরু করেছে।
গত বছরের শেষ দিকে এক ডলারে পাওয়া যেত ১০০০ লিরা। কিন্তু সেটির মান কমতে কমতে এখন দাঁড়িয়েছে ডলার প্রতি ২৫০০ লিরায়।
সিরিয়া যুদ্ধে দেশ জুড়ে টানা জয় পেয়ে গেছেন আসাদ। চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিরিয়ার পুনর্গঠনের। তবে এরইমধ্যে অর্থনীতির এ বেহাল দশা। তাই দেরি না করে প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে অবস্থা নিয়ন্ত্রণে রাখতে চাইছেন বাশার আল-আসাদ। লক ডাউনের কারণে সিরিয়া জুড়ে দোকান পাট বন্ধ রাখা হয়েছে। এতে অর্থনীতি আরো চাপের মুখে পড়েছে।