
গাইবান্ধায় স্কুল শিক্ষক কর্তৃক নিজের বাড়িতে সুন্দরগঞ্জ উপজেলার এক কিশোরী গৃহকর্মীকে (১৫) যৌন নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। ১০ জুন বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী (৫৫)’র নিজের বাড়িতে সুন্দরগঞ্জ উপজেলার এক কিশোরী গৃহকর্মীকে (১৫) যৌন নির্যাতনের ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। বাংলাদেশ মহিলা পরিষদ মধ্যযুগীয় কায়দায় শিশু ও কিশোরীদের ধর্ষণ, যৌন নিপীড়ন ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।
সেই সাথে ধর্ষণের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহণ সাপেক্ষে সারা দেশে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধিসহ শিশু, কিশোরী ধর্ষণ ও গণধর্ষণ, যৌন নিপীড়ন ও ধর্ষণের পর হত্যা, বর্বর লোমহর্ষক ঘটনার ক্রমবর্ধমান প্রবণতার কারণ উদঘাটন করে এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে আশু কার্যকর বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা ও সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ বলেন, অভিযুক্ত ওই স্কুল শিক্ষকসহ সারাদেশে এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি নিশ্চিতকরণসহ নির্যাতনের শিকার শিশু, কিশোরীদের সুচিকিৎসাসহ তাদের ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। সেই সাথে সারা দেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্যক্তি ও নাগরিক সমাজকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।