
গাইবান্ধার ফুলছড়িতে নতুন করে চারজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ জনে। এরআগে মে মাসে উপজেলার বালাসীঘাট এলাকায় ঢাকা ফেরত এক ব্যক্তি করোনা আক্রান্ত হন।
১০ বুধবার সকালে নতুন ৪ জনের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুজ্জামান। নতুন আক্রান্তদের শরীরে করোনার তেমন কোন উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে না বলে তিনি জানান। তিনি বলেন, গত ৩ ও ৪ জুন ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এর পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে বুধবার (১০ জুন) সকালে তাদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে একজন ফুলছড়ি থানার, দুইজন মদনেরপাড়ার ও একজন চন্দিয়া এলাকার বাসিন্দা। তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পর্যন্ত ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১২৫ জনের নেগেটিভ ও ৫ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন বলেন, করোনা আক্রান্তরা নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।