
গাইবান্ধায় জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় সেখানে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। সোমবার দিবাগত রাত থেকে ৯ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া ও বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- খোলাহাটি ফারাজিপাড়ার মো. মোসলেম উদ্দিন ক্বারী (৫৫), ময়নুল (২৯), জিয়াউর রহমান (৩৮), ফিরোজ কবির (৩৩) ও সাব্বির (২৫)। এছাড়া বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর এলাকার রসিদুল (৪৪), আতোয়ার (৪০), শাহআলম (৩৬) ও জাহিদুল (৪২)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, খোলাহাটি ও বাদিয়াখালীতে জুয়ার আসর বসানো হয়েছে এমন খবরের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার এস.আই, হাছানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গাইবান্ধার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন।