গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে ই-সেবা জনগণকে অবহিতকরণ ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে ইউডিসি উদ্যোক্তাদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ই- সেবা বিয়ষক কর্মশালা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার মোঃ শফিকুল ইসরাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান। কর্মশালায় জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে ইউডিসি সমূহ কিভাবে ই-সেবা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করবে এবং এইচডি মিডিয়া ক্লাব গঠন করবে সেসব বিষয়ে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার সাহিবা আক্তার লাকী।