গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নি¤œ আয়ের ভোক্তাদের অধিকার থেকে বঞ্চিতকারি টিসিবির দুর্নীতিবাজ ডিলারের লাইসেন্স বাতিল করে নতুন ডিলার নিয়োগের দাবি জানানো হয়েছে। এ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা সচেতন নাগরিক সমাজ গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে চতুরঙ্গ মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা সম্পাদক ও নাগরিক কমিটির আহবায়ক এমএ মোতিন মোল্লা, বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেএসডির উপজেলা সভাপতি আইয়ুব হোসেন সরকার, জেলা কৃষকলীগ নেতা প্রভাষক এম এ জাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, বনিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম প্রধান টুকু, রিপোর্টার্স ফোরামের সম্পাদক তাজুল ইসলাম প্রধান, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার যে মুহুর্তে দেশব্যাপি টিসিবির ডিলারদের মাধ্যমে স্বল্প মুল্যে নিম্ন আয়ের ভোক্তাদের জন্য বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে আসছেন। ঠিক সেই মুহুর্তে গোবিন্দগঞ্জ উপজেলায় টিসিবির নিয়োগকৃত ডিলাররা সরকারের ভাবমূর্তি ক্ষুন্য করছে। তাদের অনেকেই গোপনে গোডাউন থেকে পণ্য সামগ্রী উত্তোলন করে কালোবাজারে বিক্রি করছেন। আবার অনেক ডিলার লোকসানের অজুহাতে গোডাউন থেকে পণ্য সামগ্রী উত্তোলন করেননি।