
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গেছে। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বিপ্লব বড়ুয়া জানান, সকালে হঠাৎ করে স্ট্রোক করায় অবস্থা খারাপ হয়ে গেছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।
তার রোগমুক্তির জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি।
মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারী ও বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অপারেশন সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁকে (মোহাম্মদ নাসিম) আইসিইউতে রাখা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’
লাস্টনিউজবিডি/ এমএ