
গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধ যান শ্যালো ইঞ্জিলচালিত পাওয়ার ট্রলি চাপায় রাফিয়া জান্নাত নামে ৪ বছরের এক শিশু নিহত ও তার বাবা ও মা আহত হয়েছে। ৩০ মে শনিবার সকালে উপজেলার সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ভাতগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া জান্নাত সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের মো. হোসেন আলী ওরফে শিপনের মেয়ে।
আহত মো. হোসেন আলী ওরফে শিপনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার স্ত্রীকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা জানান, সকালে মোটরসাইকেলযোগে হোসেন আলী তার স্ত্রী ও মেয়ে নিয়ে বাড়ী থেকে বগুড়ার নন্দিগ্রাম যাওয়ার জন্য রওনা হন। পথে ওই এলাকায় পিছন থেকে একটি শ্যালো ইঞ্জিলচালিত পাওয়ার ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাফিয়া জান্নাত মারা যায়। আহত হয় তার মা ও বাবা। তিনি আরও জানান, এঘটনায় ঘাতক পাওয়ার ট্রলি ও তার চালককে আটক করা হয়েছে।