
দীর্ঘ দিনের জীবন সঙ্গী প্রিয়তমা স্ত্রী আনোয়ারা রাব্বীকে হারালেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটার) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী। স্পীকারকে নিঃসঙ্গ করে স্ত্রী আনোয়ারা চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন।
জানা গেছে, জাতীয় সংসদের ডিপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়ার প্রিয়তমা স্ত্রী আনোয়ারা রাব্বী অসুস্থতা জনিত কারনে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ২৬ মে মঙ্গলবার সকাল ১০.৪০ মিনিটে ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস।
জানা গেছে, এর আগে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতে থাকা আনোয়ারা রাব্বিকে সম্প্রতি ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৯ মে তাকে সিএমএইচে নেয়া হয়। পরে সেখানে তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়েছিল।সেখানেই তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।