গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ পাঁচজুম্মা এলাকায় মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটের খোয়া বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে পুকুরে ও ট্রাক্টরটি রাস্তার নিচের জমিতে উল্টে যায়।
এ ঘটনায় মাইক্রোবাসের ১১ যাত্রী আহত হন। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আমিরুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।