এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। থানা পুলিশ ও স্থানীয়দের নিটক থেকে জানা গেছে, বুধবার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের হাসমত আলীর কন্যা নলডাঙ্গা কাচারী বাজার হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী হাওয়া খাতুন ক্লাস শেষে নলডাঙ্গা-গাইবান্ধা সড়কের পার্শ্বে অবস্থিত একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় নলডাঙ্গা থেকে গাইবান্ধা গামী একটি পিক্যাপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা পিক্যাপ ভ্যান ও চালকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।