
চলতি বোরো মৌসুমে গাইবান্ধার কৃষক ও অভ্যন্তরীণ বাজার থেকে ১৭ হাজার ১৪২ টন ধান ও ২৫ হাজার ৩১১ টন চাল (আতপ ও সেদ্ধ) কিনবে সরকার। ফলে জেলায় প্রায় সাড়ে ৪২ হাজার টন ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে এবং সংগ্রহের সময়ও নির্ধারণ করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জানায়, মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২৩ হাজার ৬৮৩ টন সেদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে ১ হাজার ৬২৮ টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান কেনা হবে। বোরো ধান ২৬ এপ্রিল ও চাল ৭ মে সংগ্রহ শুরু হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
নিরাপদ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই কৃষকের কাছ ধান-চাল সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল হক। তিনি বলেন, বোরো মৌসুমে সংগ্রহটা ঠিকমতো করতে পারলে আমাদের মজুদ আরো বেশি শক্তিশালী করতে পারব। গত আমন মৌসুমের মতো এবারো কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকদের কাছ থেকে লটারির মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।