
গাইবান্ধা সদর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামের জন্য বোরো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ মে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হয়। চলতি মওসুমে উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে সরকার।
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মোফাখ্খারুল ইসলাম জানান, উপজেলার দুইটি সরকারী খাদ্য গুদামে ২ হাজার ৭৯৪ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের বিপরীতে ২ হাজার ৭৯৪ জন কৃষক লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। প্রত্যেক কৃষকের নিকট থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ১ মেট্রিকটন করে বোরো ধান ক্রয় করা হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রসূণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এই কৃষক নির্বাচনের লটারী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মোফাখ্খারুল ইসলামসহ উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।