
করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারি সিদ্ধান্তে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের দুটি কারাগার থেকে ১৫ জন সাজাপ্রাপ্ত বন্দি মুক্তি পেয়েছেন। আজ শনিবার তাদের মুক্তি দেয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, এ কারাগার থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফৌজদারী কার্যবিধি ৪০১ ধারায় ১৩ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে । এছাড়াও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দুই বন্দিকে মুক্তি দেয়া হয়।