গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাল বৈশাখী ঝড়ে গাছচাপায় ইউসুফ আলী (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মারজু মিয়া নামে আরও একজন। ৫ মে মঙ্গলবার বিকেলে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বুলভড়া কাচারী বাজারে এ ঘটনা ঘটে। ইউসুফ ওই গ্রামের হবিবর রহমানের ছেলে। আর আহত মারজু হলেন একজন নরসুন্দর।
গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগলুল রশীদ রিপন জানান, মাঠে কৃষি কাজ শেষ করে বিকেলে বুলভড়া কাচারী বাজারে মারজুর সেলুনে যান ইউসুফ। এসময় হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে ওই সেলুনের ওপড়ে পড়ে। এতে গাছচাপা পড়ে ঘটনাস্থলেই ইউসুফের মৃত্যু হয় এবং আহত হন নরসুন্দর মারজু।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।