
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, এবং সুধীবৃন্দের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতির এক মতবিনিময় সভা ২৫ এপ্রিল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার নবী নেওয়াজ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সাদুল্লাপুর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহিনুল ইসলাম শাহিন ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বর্তমান কোভিট-১৯ করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি নিয়ে কথা বলেন। পাশাপাশি ত্রান বিতরন কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার নির্দেশ প্রদান করেন। পরে তিনি দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীর সাথে পৃথক এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।