
দিন যত যাচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। আজও দেশে প্রায় দেড়শ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন নিজের পরিস্কার পরিচ্ছন্নতার ওপর নজর দিতে বলেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর।
তারা বলছে, বাড়ির পর্দা, কার্পেটে করোনাভাইরাস আটকে থাকতে পারে। তাই পর্দা বা কার্পেট নিয়মিত ধোয়া সম্ভব না হওয়ায় এগুলো স্পর্শ করা থেকে বিরত থাকতে বলেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সানিয়া তাহমিনা।
ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাড়ির পরিস্কার পরিচ্ছন্নতার ওপর নজর দিয়ে আইইসিডিআর বলছে, সবচেয়ে ভালো হয় কার্পেট সরিয়ে নিলে। এছাড়া বাড়ির মেঝে নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিস্কার করা।
কারণ করোনা ভাইরাস বেশিক্ষণ বাতাসে ভেসে থাকতে পারে না। এটি বিভিন্ন পৃষ্ঠের ওপর পড়ে থাকে। তাই যেকোন কিছু স্পর্শ করার পর বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন সানিয়া তাহমিনা।