গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩’শত গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ি দুদু মিয়া (৪৫) কে আটক করেছে।
৪ এপ্রিল শনিবার রাত্রী অনুমানিক পৌনে ১১ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ এলাকা হতে ৩’ শত গ্রাম হেরোইন সহ পেশাদার মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ গ্রামের আবুল হোসেনের ছেলে দুদু মিয়া (৪৫) কে গ্রেফতার করে।
এখবর নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত হেরোইন এর মূল্য অনুমানিক ১৫ লাখ টাকা। আসামি দুদুর বিরুদ্ধে আরও ৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। এবিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।