
গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভা রবিবার (২৯ মার্চ) স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
সভায় পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এবিএএম আবু হানিফ, পৌর মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. এবিএএম আবু হানিফ জানান, রবিবার সকাল পর্যন্ত জেলায় ২৪১ জন বিদেশ প্রত্যাগত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরমধ্যে নতুন ২৮ জন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা ১২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ৪ জনকে আইসোলেসনে রাখা হয়েছে। অপর একজন ঝুকিপূর্ণ হওয়ায় তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সভায় গাইবান্ধার সার্বিক করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে এই রোগ প্রতিরোধে কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। সভায় হাসপাতালগুলোতে হাচি, কাশি রোগীদের বিশেষভাবে চিকিৎসাদানের ব্যবস্থা গ্রহণ, হাসপাতালগুলোর আউটডোরে সার্বক্ষনিক রোগীদের চিকিৎসাদানের ব্যবস্থা গ্রহণ করা, বিদেশ প্রত্যাগতদের অনুসন্ধান চালিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা, শহরের রাস্তা-ঘাটগুলো পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য স্প্রে করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, জেলা পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত দলের নেতাকর্মীরা, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে সবধরনের সহযোগিতা করবেন।