
করোনা ভাইরাস মোকাবেলায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া হরিজন পল্লীতে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র প্রদত্ত এসব সুরক্ষা সামগ্রী হরিজন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিতরণ করেন।
এসময় উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, বোনারপাড়া রেলওয়ে জি.আর.পি থানার এস.আই কাজল চন্দ্র রায়, এ.এস.আই রেজাউল করিম, জুলফিকার আলী লিখন, বোনারপাড়া হাট ইজারাদার মিলন মিয়া, শুভ্র মিয়া, রাজেস বাসফোর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণ পরবর্তী সাংবাদিকদের সাথে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতামূলক পরামর্শ ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খেটে খাওয়া মানুষ যারা বেকার হয়ে পড়েছে তাদের জন্য সরকারিভাবে এবং আমার ব্যক্তিগত তহবিল হতে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাট-বাজার, গ্রামগঞ্জে গিয়ে সচেতনতামূলক কাজ করছি। দেশ ও পরিবার রক্ষার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।