রাশিয়ার মধ্যাঞ্চলীয় নগরী সারাতোভের কাছে বিমান বিধ্বস্ত হয়ে মঙ্গলবার এক সৈন্য নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ছয় টায় এই দুর্ঘটনা ঘটে। অ্যান্টোনোভ এএস-২৬ বিমানটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খবর এএফপি’র।
সারাতোভ অঞ্চলের গভর্ণর এক বিবৃতিতে বলেন, সৈন্যরা প্রশিক্ষণে অংশ নিয়েছিলো।
উল্লেখ্য, সোভিয়েতের নকশা করা এএন-২৬ বিমান রাশিয়া ও উন্নয়নশীল বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।সূত্র- বাসস