
ঘূর্ণিঝড় ‘মোরা’ দুর্বল হয়ে নি¤œচাপে পরিণত হয়ে রাঙামাটি এবং পার্শ্ববতী এলাকায় গভীর নিম্নচাপ হয়ে অবস্থান করছে।
এটি উত্তর এবং উত্তর পূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শহীদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর কারণে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি বলেন,এছাড়া উত্তর বঙ্গোপসাগরের সৃষ্ট বায়ুচাপের ফলে উপকূলীয় জেলা ও বন্দরসমূহে এর তারতম্য বিরাজ করছে। এর আগে আজ সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ কুতুবদিয়ার নিকট দিয়ে ১৩৫ কি.মি. বেগে বাংলাদেশ উপকুলে আঘাত হানে।সূত্র- বাসস