ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফারসি নববর্ষ উপলক্ষে রাজবন্দিসহ মোট ১০ হাজার কয়েদিকে মুক্তি দিচ্ছে সরকার। আগামীকাল শুক্রবার (২০ মার্চ) এসব বন্দিদের ছেড়ে দেওয়া হবে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতি বছরের মতো এবারও বিশেষ ক্ষমতাবলে তাদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। যার প্রেক্ষিতে এবার ১০ হাজার কয়েদিকে স্থায়ীভাবে ছেড়ে দেওয়া হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (১৭ মার্চ) প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে প্রায় ৮৫ হাজার কারাবন্দিকে অস্থায়ীভাবে মুক্তি দিয়েছিল ইরান। বিষয়টি নিশ্চিত করে দেশটির বিচার বিভাগের মুখপাত্র ঘোলাম হোসেন ইসমাইলি বলেছিলেন, যাদের অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা ক্ষমার আওতায় পড়বে তাদের আর কারাগারে ফিরতে হবে না।
বিশ্লেষকদের মতে, বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো- এই ক্ষমার আওতায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আটক বন্দিদেরও রাখা হয়েছে। যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সাল থেকে আটক ব্রিটিশ নাগরিক মিজ জাঘারি-র্যাটক্লিফকে এবার মুক্তি দেওয়া হচ্ছে কি না তা এখনো নিশ্চিত করা যায়নি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৬১ জন। তাছাড়া মারা গেছেন আরও কমপক্ষে ১ হাজার ১৩৫ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের অন্তত ১৭৩টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ১৯ হাজার মানুষ। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৮ হাজার ৯৬৭ জনে পৌঁছেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। তাছাড়া শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।