গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে NATP-II প্রকল্পের আওতায় CIG খামারীদের মাঝে গবাদী পশুর দানাদার খাদ্য, ভিটামিন খনিজ ও টিকা বিতরন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বিতরন করেন, সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এসময় জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আব্দুস ছামাদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।