ভুটানে এক হাজার ঘি’র প্রদীপ জ্বালিয়ে মুজিববর্ষ উদযাপন করা হয়েছে। মুজিববর্ষের শুভেচ্ছা জানাতে টেলিফোন করে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এ কথা জানান।
আজ মঙ্গলবার বিকেলে লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেন।লোটে শেরিং প্রধানমন্ত্রীকে জানান, ভুটানে এক হাজার ঘি’র প্রদীপ জ্বালিয়ে তারা মুজিববর্ষ উদযাপন করেছেন। প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানিয়েছেন।