উত্তর কোরিয়া আবারো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। সামরিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়। খবর তাসের।
দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানায়, ক্ষেপণাস্ত্রটি সোমবার উনসান নগরীর পূর্বদিক থেকে উৎক্ষেপণ করা হয়।
উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জায়ে-ইন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানায়, ক্ষেপণাস্ত্রটি প্রায় সাড়ে ৪শ’ কিলোমিটার পথ অতিক্রম করে জাপান সাগরে পড়ে।
এদিকে সোমবার জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদা জানান, টোকিও উত্তর কোরিয়ার নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিবাদ জানিয়েছে।
তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্রটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে আঘাত হানে। তবে এতে কোন ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। সুতরাং আমরা উত্তর কোরিয়ার এমন কর্মকান্ডের কঠোর নিন্দা জানাই।’সূত্র- বাসস