
করোনা প্রতিরোধে সরকারের পদক্ষেপ নিয়ে বিএনপি’র সমালোচনা ’হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় ওবায়দুল কাদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন করছে সরকার।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হতে হবে। দেশে এখনো করোনা সংকট তৈরি হয়নি। দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি করতে দলীয়ভাবে কাজ করছে।
পরে দলের সহযোগী সংগঠনের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট তুলে দেয়া হয়।