মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ভেবে ভুলবশত এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। তাছাড়া আরও তিন বাংলাদেশিকে এরই মধ্যে ঘটনাস্থল থেকে আটক করেছে সেনাবাহিনী।
কুর্দিস্তানভিত্তিক বার্তা সংস্থা বিএএস নিউজ এজেন্সি জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে দেশটির মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কুর্দিসে ঘটনাটি ঘটে। ওই চার বাংলাদেশি শ্রমিক মূলত শহরটির মাখমৌর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। যদিও সেখানে ঢোকার আগেই ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি সন্দেহে তাদের দিকে গুলি ছোড়ে।
আজ বৃহস্পতিবার সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানায়, ঘটনার দিন রাতে বাংলাদেশি শ্রমিকরা মাখমৌর যাওয়ার উদ্দেশে হাঁটছিলেন। মূলত তখনই ইরাকি সেনারা আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।এ দিকে মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ এরই মধ্যে বাংলাদেশি শ্রমিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের রাতের অন্ধকারে শহরটির বাইরে হাঁটতে দেখা গেছে। বর্তমানে তাদের ৩ জনকেই তদন্তের জন্য সেনাদের হেফাজতে রাখা হয়েছে।