
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পলি রানী দেবনাথ নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার পৌর শহরের ৮নং ওয়ার্ডের কলেজপাড়া মহল্লার ভগরু চন্দ্র দেবনাথের ছেলে অতুল চন্দ্র দেবনাথের স্ত্রী এক সন্তানের জননী পলি রানী দেবনাথের সাথে গত কয়েকদিন থেকে দাম্পত্য ও পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরধরে ৭ মার্চ শনিবার দুপুরে সবার অজান্তে পলি রানী দেবনাথ নিজ শয়ন ঘরের ধর্ণার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।