গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বাস তল্লাশি করে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, ৬ মার্চ শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বাগদা ফার্মস্থ পুলিশ ফাঁড়ির সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক দিনাজপুর হইতে গোবিন্দগঞ্জ গামী ঢাকা- মেট্রো-ব-১১-৯৭৯৯ বাস তল্লাশি করে মোঃ হামিদুর রহমান (৩১), পিতা-জাবেদ আলী, সাং-কাজিপাড়া, থানা-বিরল, জেলা-দিনাজপুর এর নিকট ৫০ বোতল ফেন্সিডিল ও মোঃ ইসমাঈল (২৪), পিতা-মোঃ ইউনুস সরকার, সাং-কুয়ারপুর থানা-পালং, জেলা-শরিয়তপুর এর নিকট ৫০ বোতল ফেন্সিডিলসহ মোট ১০০ বোতল ফেন্সিডিল আটক করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।