
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের জনপ্রিয়তা তলানিতে নেমেছে। এই সরকার বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। আর এর অংশ হিসেবেই আমরা নির্বাচনের যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে জনগণই আমাদের একমাত্র সঙ্গী।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত নগর বিএনপির বর্ধিত সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন।
বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জাহিদুল করিম কচি, চবি শিক্ষক অধ্যাপক নসরুল কাদির, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলমসহ অন্যান্য নেতারা।
দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিএনপি জনগণের সেই ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। আর এর অংশ হিসেবেই আমরা নির্বাচনের যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে জনগণই আমাদের একমাত্র সঙ্গী।
তিনি বলেন, সরকার নির্বাচন ব্যবস্থা অকার্যকর করেছে বলেই আজ ভোটের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। সরকারই কেবল নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন কমিশনও। তারাও ভোটারদের মাঝে আস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা ভোটে থাকছি। মানুষকে ভোটে উদ্বুদ্ধ করছি।
সরকারের জনপ্রিয়তা তলানিতে দাবি করে আমীর খসরু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে সরকার প্রতিহিংসার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা গণতন্ত্র ও নেত্রীর মুক্তি নিশ্চিত করতে রাজপথসহ সবখানেই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি।
তিনি বলেন, যত বাধা আসুক, কোনো কিছুতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবো না আমরা। আর যতই চাপ দেন লাভ নেই, মাঠ ছাড়বো না। নির্বাচন নিয়ে যত ভয়ভীতি, অত্যাচার নির্যাতনই করেন না কেন, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে আমরা আছি, থাকবো। যত ভয়ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠে থাকবো।
বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, যত বাধা আসুক আমরা নির্বাচনের মাঠে থাকবো। প্রয়োজনে রক্ত দেবো, তারপরও নির্বাচনের মাঠ ছাড়বো না। সকল অন্যায় প্রতিহত করে জয় ছিনিয়ে আনবো।
তিনি আরও বলেন, বিএনপি যে সম্মান দেখিয়ে আমাকে মনোনয়ন দিয়েছে, সেই সম্মান আমি রাখবো। নগর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।