
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুজিব বর্ষের সঙ্গে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কোনো সম্পর্ক নেই, আমরা যে কথাটা বলছি, সেটা হচ্ছে এনআরসি নিয়ে ভারতে যে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি এবং সাম্প্রদায়িক বিভক্তির সৃষ্টি হয়েছে সে বিষয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিভিন্ন সেক্টরগুলো এ বিষয়ে খুব ক্ষুব্ধ হয়েছে এবং তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই সময়ে তার বাংলাদেশে আসাটা কতটুকু শোভনীয় আমরা সেই প্রশ্নই রেখেছি।
আজ বুধবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উনি অনেক কথাই বলেন। উনি যে কথাগুলো বলেন আমরা সেই কথাগুলো খুব বেশি গুরুত্বের সঙ্গে নিতে চাই না।
তিনি বলেন, আপনারা জানেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকায় গতকাল তাদের জামিন দেয়নি আদালত। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। আদালত তাদের জামিন না দেয়ায় তখনই সেখানে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করা হয়েছে।
বাধ্য করা হয়েছে আদালতকে এর কয়েক ঘণ্টা পরেই তাকে জামিন দেয়ার জন্য। আমরা সব সময় বলে আসছি যে বিচার বিভাগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে সরকার। এটাই তার প্রমাণ। এটাই প্রমাণ করেছে দেশে আইনের কোন শাসন নেই। বিচার বিভাগ যে স্বাধীন নয় সেটা আবার উলঙ্গভাবে প্রমাণিত হল।