
প্রতিবছর কর্মরত ও দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্যদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আজ রোববার রাজধানীর মিরপুর-১৪ নম্বরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রতিবছর কর্মস্থলে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ আয়োজিত হয়। প্রতিবছরের ন্যায় এবারও ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কর্মরত ও দায়িত্ব পালনরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণ করা হয়।
আইজিপি বলেন, যে কোনো ধরনের দুর্যোগে পুলিশ বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশকে নিরাপদ রাখতে সন্ত্রাস, জঙ্গি, মাদকমুক্ত করে গড়ে তুলতে পুলিশ সদস্যরা সদা নিয়োজিত রয়েছে। প্রতিটি পুলিশ সদস্য আন্তরিকতা সহকারে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ড. জাবেদ পাটোয়ারী বলেন, ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত জাতির প্রতিটি ক্রান্তিকালে অনেক পুলিশ সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন।
তিনি বলেন, প্রতিবছর দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের পুলিশ সদস্যদের মৃত্যু সংখ্যা বাড়ছে। গত বছর আমরা ৫৫০ জন পুলিশ সদস্যকে হারিয়েছি, যাদের মধ্যে ১৭৯ জন কর্মরত অবস্থায় মারা গেছেন। দেশের জন্য তাদের এই সর্বোচ্চ ত্যাগ পুলিশ কৃতজ্ঞচিত্তে স্মরণে করবে। তাদের অসহায় পরিবার সঙ্গে বাংলাদেশ পুলিশ সবসময়ই পাশে থাকবে বলেও জানান তিনি।প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে কর্মরত ও দায়িত্ব পালনরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতিবছর ১ মার্চ পালন করা হচ্ছে। এ ধারাবাহিকতায় এবারও দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’।