
৩১-গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ড. মিজানুর রহমান মাসুম। প্রভাষক জিয়াউর রহমান বকসি সুইট এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, বিএনপি নেতা জামিউল আহসান জামিল, আব্দুল হামিদ, শাহজাহান মিয়া, শাহ আলম মিয়া, ছাত্রনেতা রেজোয়ান হোসেন সুজন, শাহজাহান সিরাজ, মশিউর রহমান প্রমূখ।
বক্তরা গাইবান্ধা-৩ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে নির্বাচিত করার লক্ষ্যে ভোটের মাঠে কাজ করার আহবান জানান। এ অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।